您的当前位置:首页 >टुडे टेंपरेचर >TRP: শীর্ষে 'মিঠাই'! চমক দিল 'মন ফাগুন', ব্যাপক রদবদল রেটিং চার্টে 正文

TRP: শীর্ষে 'মিঠাই'! চমক দিল 'মন ফাগুন', ব্যাপক রদবদল রেটিং চার্টে

时间:2023-11-30 14:59:49 来源:网络整理编辑:टुडे टेंपरेचर

核心提示

Bengali Serial BARC TRP List: সামনে এসেছে বাংলা ধারাবাহিকের (Bengali Serials) গত সপ্তাহের মার্কশিট।

Bengali Serial BARC TRP List: সামনে এসেছে বাংলা ধারাবাহিকের (Bengali Serials) গত সপ্তাহের মার্কশিট। কোন ধারাবাহিক কেমন স্কোর করছে তার বা বলা ভাল,শীর্ষেমিঠাইচমকদিলমনফাগুনব্যাপকরদবদলরেটিংচার্টেফলাফল জানার উপায় টিআরপি (TRP)। বৃহস্পতিবার মানেই টিআরপি বেরনোর দিন। দেখে নিন আপনার প্রিয় ধারাবাহিক কোন স্থানে রয়েছে এবার।চমক দিয়ে বেশ কিছু সপ্তাহ পর ফের শীর্ষ স্থানে 'মিঠাই'(Mithai)। 'রিকি দ্য রকস্টার' থেকে 'উচ্ছেবাবু' হওয়ার পরই, ফের দর্শকেরা আপন করে নিলেন মনোহরার সদস্যদের। 'মিঠাই'-র ঝুলিতে এসেছে ৮.৩ রেটিং পয়েন্ট। অনেকটা নম্বর কমে দ্বিতীয় স্থানে'গাঁটছড়া'(Gantchhora) পেয়েছে ৭.৭। দারুণ পারফরম্যান্স 'মন ফাগুন' (Mon Phagun)-র। ৭.৬ নম্বর পেয়ে এই মেগা রয়েছে তৃতীয় স্থানে।এবার যৌথ চতুর্থ স্থানে 'ধুলোকণা'(Dhulokona) ও 'আলতা ফড়িং'(Aalta Phoring)-র প্রাপ্তি ৭.৪। পঞ্চমে 'গৌরী এলো'(Gouri Elo)-র প্রাপ্তি ৭.২। ষষ্ঠ স্থান বহাল 'লক্ষ্মী কাকিমা সুপারস্টার'(Lokkhi Kakima Superstar)-র। ঝুলিতে এসেছে ৬.৯ পয়েন্ট। সপ্তম স্থানে রয়েছে তিন মেগা।'উমা' (Uma),'অনুরাগের ছোঁয়া' (Anurager Chhowa) এবং 'আমাদের এই পথ যদি না শেষ হয়' (Amader Ei Poth Jodi Na Sesh Hoy) পেয়েছে ৫.৯।অন্যদিকে 'আয় তবে সহচরী' (Aay Tobe Sohochori) এবারও রয়েছে অষ্টম স্থান এবং পেয়েছে ৫.৭। নবমে উঠে 'খেলনা বাড়ির' (Khelna Bari) প্রাপ্তি ৫.৫ নম্বর। দশম স্থানে আরেক নতুন মেগা 'লালকুঠি' (Laalkuthi)পেয়েছে ৫.৩। * প্রথম- মিঠাই (৮.৩)* দ্বিতীয়- গাঁটছড়া (৭.৭)* তৃতীয়- মন ফাগুন (৭.৬)* চতুর্থ- আলতা ফড়িং (৭.৪)* চতুর্থ- ধুলোকণা (৭.৪)* পঞ্চম- গৌরী এলো (৭.২)* ষষ্ঠ-লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৬.৯)* সপ্তম- উমা (৫.৯)* সপ্তম- অনুরাগের ছোঁয়া (৫.৯)* সপ্তম- আমাদের এই পথ যদি না শেষ হয় (৫.৯)* অষ্টম- আয় তবে সহচরী (৫.৭)* নবম- খেলনা বাড়ি (৫.৫)* দশম- লালকুঠি (৫.৩)নতুন ধারাবাহিকগুলির মধ্যে তুলনামূলক ভাল ফল 'লালকুঠির' ও 'খেলনা বাটি'-র। তবে 'বৌউমা একঘর' ও 'গোধূলি আলাপ' রেটিং চার্টের প্রথম দশে স্থান পায়নি।দর্শকদের মনোরঞ্জন করার জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। আসছে আরও বেশ কয়েকটি মেগা। এমনকি বারবার পরিবর্তন হচ্ছে সম্প্রচারের সময়। তাই টিআরপি -র লড়াইয়ে কে এগিয়ে থাকে তা বোঝা যাবে আগামী কয়েকদিনের রেটিং চার্ট দেখে।